সুধী মুহতারাম,
“মাদারাসা সাঈদ বিন যাঈদ রা. তাহফিজুল কুরআন ও এতিমখানা” বর্তমান কক্সবাজার জেলার একটি অতি পরিচিত নাম। ইলমে দ্বীনের মহান ব্রত বক্ষে ধারণ করে এই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০২০ সালে বিসিক শিল্পনগরী, ধানহাঁড়িয়া, ঝিনাইদহ। বহু বাধা-বিপত্তি ও প্রতিকুলতা পার হয়ে এই মাদ্রাসাটি এগিয়ে চলছে ইপ্সিত লক্ষ্যপানে। যুগের অনেক সংকীর্ণতা পেরিয়ে অজস্র প্রতিবন্ধকতা মোকাবেলা করে অল্পদিনেই দ্বীনি এ প্রতিষ্ঠান শিক্ষা, সভ্যতা, আদর্শতে বিরাট সাফল্য অর্জন করেছে। দেশব্যাপী ছড়িয়ে পড়েছে জামিয়া রাহমানিয়া ঝিনাইদহের সুনাম সুখ্যাতি। বিজ্ঞানের উন্নতির যুগে এ প্রতিষ্ঠান শিশুদেরকে এক মনোরম পরিবেশে সার্বিক শিক্ষানুকুল ব্যবস্থাপনার মাধ্যমে পবিত্র কোরআন ও মাসায়ালা-মাসাইল অত্যন্ত আকর্ষণীয়, বিজ্ঞান ভিত্তিক, নূরানী পদ্ধতিতে স্বল্প সময়ে অতি যত্নের সাথে শিক্ষাদানের এক ব্যাতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছে, যা অত্র জামিয়ার এক অনন্য বৈশিষ্ট্য। এখানেই শেষ নয়, এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য আল্লাহর বান্দাদের দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ সাফল্য এবং সৃষ্টি ও স্রষ্টার মাঝে নিবীড় সর্ম্পক স্থাপন । বলাবাহুল্য, “জামিয়া রাহমানিয়া ঝিনাইদহ” হতে চায় ইলম ও আমলের শীর্ষস্থানীয় প্রাণকেন্দ্র। আর এজন্য প্রয়োজন বিরাট আত্মত্যাগ ও মুসলমান ভাইদের আন্তরিক দোয়া ও সহযোগিতা। এ লক্ষ্যে জামিয়ার শুভাকাক্সক্ষী ভাইদের একান্ত সহযোগিতার প্রয়োজন দেখা দিয়েছে। যারা সকল প্রকার প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে জামিয়াকে নিয়ে যাবেন তার অভীষ্ট লক্ষ্যপানে। জামিয়ার সার্বিক উন্নতি হবে যাদের হৃদয়ের গভীর ¯পন্দন।
এমনই মরদে মুজাহিদ শুভাকাঙ্ক্ষী ভাইদের নিয়ে ঐতিহাসিক বরকতময় সংখ্যা ৩১৩ সদস্য বিশিষ্ট বরকতময় কাফেলা গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এই সংখ্যা সেই সংখ্যা, যার ইতিহাস শুধু আনন্দদায়কই নয় বরং সাফল্য মন্ডিতও বটে। যে সংখ্যা সমুজ্জল হয়ে আছে ত্যাগের মহিমায়, আদর্শ প্রতিষ্ঠায়। যে সংখ্যা সেই বীর যোদ্ধাদের, যারা অমর হয়ে আছেন দ্বীন প্রতিষ্ঠার সোনালী ইতিহাসে। সুতরাং অত্যন্ত ভাগ্যবান তারা, যারা হবেন সেই আসহাবে বদরের ন্যায় সাফল্যমন্ডিত ও বরকত প্রোশিত সংখ্যা ভুক্ত জামিয়ার সুভাকাক্সক্ষী কাফেলার সঙ্গী তথা মাদারাসা সাঈদ বিন যাঈদ রা. তাহফিজুল কুরআন ও এতিমখানা আজীবন সদস্য (লাইফ মেম্বার)। যারা এই বরকতময় কাফেলার সদস্য হয়ে মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর প্রিয় হতে আগ্রহী তারাই জামিয়ার আজীবন সদস্য রূপে সাফল্যমন্ডিত ভাগ্যবান ৩১৩ সদস্য বিশিষ্ট বরকতময় কাফেলায় সমবেত হওয়ার সুযোগ লাভ করবেন, ইনশা-আল্লাহ।